Min menu

Pages

কিভাবে ফেসবুক ফলোয়ার অপশন চালু করবেন

 ফেসবুক ফলোয়ার অপশন একটা ফেসবুক একাউন্টকে ভিআইপি একাউন্টে রূপান্তর করতে পারে। কিন্তু এই অপশনটা অনেকের চালু করা থাকে না বা hide অবস্থা থাকে।

এই পোস্টে কিভাবে ফেসবুক ফলোয়ার অপশন চালু করবেন সেটা জানানোর চেষ্টা করবো এবং hide অবস্থায় থাকা ফলোয়ার অপশন সো করার উপায় বলে দিবো। 



ফেসবুক ফলোয়ার কি? 

যখন কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং আপনি সেটা accept না করেন বা ডিলিট করে দেন তখন সে আপনার ফলোয়ার রূপে থাকে।

ফলোয়ার আপনার বন্ধু না হয়ে বা ফেসবুক ফ্রেন্ড লিস্টে না থেকেই আপনার প্রতিটা পোস্ট দেখতে সেটাতে লাইক কমেন্ট করতে পারবে। 

ফেসবুকে যদি আপনার ফ্রেন্ড লিস্ট পূর্ণ হয়ে যায় অর্থাৎ ৫০০০ ফ্রেন্ড হয়ে গেলে এর পরবর্তীতে যদি কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে সে সরাসরি আপনার ফলোয়ার হয়ে যাবে।

একজন ফলোয়ার শুধু আপনার পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারবে যদি আপনি অনুমতি দেন।

এজন্য বেশিরভাগ সেলিব্রিটি বা ব্রান্ড তাদের একাউন্টে ফেসবুক ফলোয়ার অপশন চালু করে থাকে। 

আর আপনিও চাইলে খুব সহজেই আপনার একাউন্ট এ ফলোয়ার অপশন চালু করতে পারবেন।

কিভাবে ফেসবুক ফলোয়ার অপশন চালু করবেন? 

ফলোয়ার অপশন চালু করার জন্য অবশ্যই আপনার একাউন্টে আপনার বয়স 18+ হতে হবে। যদি 18+ না হয় তাহলে জন্ম তারিখ পরিবর্তন করে 18+ করে তারপর ফলোয়ার অপশন চালু করতে পারবেন।

আপনার ফেসবুক একাউন্ট এ Follow অপশন চালু আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে ফেসবুক profile এ গিয়ে 3 ডট এ ক্লিক করুন।  


এরপর View As অপশনে ক্লিক করে দেখুন আপনার একাউন্ট এ কি button আছে যদি “Add Friend” থাকে তাহলে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করে Follow button অপশন চালু করতে হবে।

ফেসবুক ফলোয়ার অপশন চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. আপনার ফেসবুক একাউন্ট এ login করুন।
২. একাউন্ট এ প্রবেশের পর settings & privacy অপশনে ক্লিক করুন। 

৩. Settings & privacy অপশন থেকে settings সিলেক্ট করুন এবং প্রবেলশ করুন। 
৪. Settings প্রবেশের পর Followers and public content খুঁজে বের করুন এবং প্রবেশ করুন।
 
৫. Followers and public content এর মধ্যে থাকা সকল অপশন গুলো যদি Only me বা Friend এ থাকে তাহলে সেগুলোকে Public করে দিন এবং Public post notifications এ Everyone করে রাখুন। 

৬. Followers and public content বেরিয়ে settings অপশনে How people can find and contact you অপশন খুঁজে বের করে সেখানে প্রবেশ করুন। 

৭. এরপর who can send you friend request? এ যদি Everyone থাকে তাহলে সেটাকে Friends of Friends সিলেক্ট করুন। 

এবার আপনার প্রোফাইলে গিয়ে পুনরায় 3 ডট অপশনে গিয়ে দেখুন আপনার ফেসবুক ফলোয়ার অপশন চালু হয়ে গেছে।

পরবর্তিতে উক্ত সেটিং পরিবর্তন করে পুনরায় আপনি ফেসবুক ফলোয়ার অপশন বন্ধ করে দিতে পারবেন।

এরপর যখনি কেউ আপনার প্রোফাইলে গিয়ে Follow তে ক্লিক করবে তখন সে আপনার ফলোয়ার হয়ে যাবে এবং সে আপনার মোট ফলোয়ার সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর এই ফলোয়ার সংখ্যা আপনার একাউন্ট এ সো করবে।

আর যদি ফলোয়ার সংখ্যা প্রোফাইলে এই রকম ভাবে সো না করে সে ক্ষেত্রে আপনি Edit Public Details এ গিয়ে দেখুন আপনার ফলোয়ার hide করা থাকলে তা unhide করুন। 

ইন্টারনেট ও টেক রিলেটেড টিপস পেতে আমাদের সাথে থাকুন আর ফেসবুক পেইজ এ লাইক দেওয়ার মাধ্যমে ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন।

Comments