গুগল এখন সব জায়গায় লাগে। স্মাট ফোন ব্যবহারকারীদের জন্য গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট একটা অতি জরুরী। কারন স্মাট ফোন ব্যবহারকারীদের বেশিভাগ জিনিস গুগলের। আর এইসব সার্ভিস পেতে গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট প্রয়োজন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মোবাইল ও কম্পিউটার দিয়ে গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট, এবং ব্যবহার করবেন।
গুগল/ জিমেইল একাউন্ট কি?
গুগল সকল সার্ভিস যেগুলোতে লগইন করার প্রয়োজন হয় সেইগুলোতে গুগল বা জিমেইল একাউন্ট ব্যবহার করা হয়। এই একাউন্ট এ আপনাকে একটা এড্রেস দেওয়া হবে যে গুগল ছাড়াও অন্যান্য যেকোনো জায়গায় যেখানে গুগল একাউন্ট সাপোর্ট করে সেখানে ব্যবহার করতে পারবেন।
গুগল/জিমেইলের সুবিধাসমূহ
বর্তমানে গুগলের অনলাইন সেবা সম্পর্কে আশা করি নতুন করে কাউকে পরিচয় করিয়ে দেওয়া দরকার হবেনা। গুগল সার্চ, Gmail, ইউটিউব, ক্রোম ব্রাউজার ইত্যাদি সেবা ব্যবহার করার জন্য একটা গুগল একাউন্ট থাকা একান্ত জরুরী।
এছাড়াও বর্তমানে অনলাইন কোনো ওয়েবসাইটে account খোলা জন্য ইমেইল বা জিমেইল এর প্রয়োজন পড়ে। আর গুগলে মেইল সেবা ব্যবহার করা জন্য একটা জিমেইল এর প্রয়োজন। এছাড়াও এই জিমেইল ব্যবহার করে আপনি গুরুত্বপূর্ণ তথ্য অপরের সাথে নিরাপদে এবং গোপনে আদান প্রদান করতে পারবেন।.
ইউটিউব চিনে না এবং এতে ভিডিও দেখে না বর্তমানে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। যাদের ইন্টারনেট রয়েছে তারা কম বেশি ইউটিউবে ভিডিও দেখে থাকি। আর ইউটিউব একাউন্ট লগইন ছাড়া কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করা, কমেন্ট করা যায় না। এছাড়াও জিমেইল অ্যাকাউন্ট ছাড়া ইউটিউব এ চ্যানেল খুলতেও পারবেন না।
গুগল এর আর একটা বড় সুবিধা হলো গুগল ড্রাইভ। যারা ফোন স্ট্রোরেজ এর সমস্যায় ভোগেন তাদের জন্য গুগল ড্রাইভ ১৫ জিবি ক্লাউড স্ট্রোরেজ ফ্রি দিয়ে থাকে। আর এই ফ্রি স্ট্রোরেজ পেতে হলে আপনার একটা গুগল বা জিমেইল একাউন্ট থাকা লাগবে।
একাউন্ট খুলতে কি কি লাগে?
গুগল বা জিমেইল একাউন্ট খুলতে কিছু ব্যাক্তিগত তথ্য দেওয়া লাগে যেমন: নাম, বসয়, লিঙ্ক ও জন্মতারিখ। আর ভেরিফিকেশনের জন্য একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগে, যেখানে গুগল ভেরিফিকেশন কোড পাঠায়।
কম্পিউটারে গুগল/জিমেইল একাউন্ট খোলার নিয়ম
কম্পিউটারে সহজে কিছু ধাপ অনুসরন করে গুগল একাউন্ট খুলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে
- আপনার নাম টাইপ করুন
- এরপর একাউন্টের জন্য একটা ইউজার নাম দিন
- জিমেইল একাউন্ট এর জন্য ৮ অক্ষর এর পাসওয়ার্ড দিন যেখানে বড় ছোট অক্ষর, নাম্বার এবং symbol ব্যবহার করতে পারবেন
- Next এ ক্লিক করুন
- এরপর ভেরিফিকেশনের জন্য আপনার সচল ফোন নাম্বার প্রদান করুন
- যদি আগে কোন একাউন্ট থাকে সেটা রিকভারি মেইল হিসাবে প্রদান করুন
- আপনার জন্মতারিখ ও লিঙ্গ সিলেক্ট করুন
- আপনার প্রদত্ত ফোন নাম্বারে SMS এর মধ্যে পাওয়া ভেরিফিকেশনের কোডটি প্রদান করুন
উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি কম্পিউটার দিয়ে খুব সহজেই একটা গুগল বা Gmail একাউন্ট খুলতে পারবেন।
মোবাইলে গুগল/জিমেইল একাউন্ট খোলার নিয়ম
স্মাট ফোন দিয়ে জিমেইল বা গুগল একাউন্ট কোনো ব্রাউজার ছাড়াই তৈরি করতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে এন্ড্রয়েড মোবাইলে কিভাবে গুগল একাউন্ট খুলতে হয়।
- ফোনের Settings এ প্রবেশ করুন
- এরপর Accounts & sync সিলেক্ট করুন এবং প্রবেশ করুন
- Add Account সিলেক্ট করুন
- Google সিলেক্ট করুন
- এরপর create account এ ক্লিক করুন
- ব্যাক্তিগত ব্যবহারের জন্য হলে For myself সিলেক্ট করুন আর ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হলে To manage my business সিলেক্ট করুন
- আপনার নাম টাইপ করে Next এ ক্লিক করুন
- জন্ম তারিখ ও লিঙ্গ সিলেক্ট করে Next এ ক্লিক করুন
- এরপর আপনার জিমেইল এড্রেস সিলেক্ট করুন অথবা create your own Gmail address সিলেক্ট করে নিজের মতো করে এড্রেস তৈরি করুন এবং Next এ ক্লিক করুন।
- এবার জিমেইল একাউন্ট এর জন্য ৮ অক্ষর এর পাসওয়ার্ড দিন (বড় ছোট অক্ষর, নাম্বার এবং symbol ব্যবহার করতে পারবেন) এরপর Next এ ক্লিক করুন
- এবার ফোন সচল ফোন নাম্বার দিন ভেরিফিকেশনের জন্য এরপর Next এ ক্লিক করুন
- এবার ফোন সচল ফোন নাম্বার দিন ভেরিফিকেশনের জন্য এরপর Next এ ক্লিক করুন
- ফোন নাম্বারে আসা কোডটি টাইপ করুন
- নাম্বার টা গুগল একাউন্টে এড করতে চাইলে Next ও এড না করতে চাইলে Skip চাপুন
- Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন
উপরের ধাপগুলো অনুসরণ করে আপনি স্মাট ফোন ব্যবহার করে গুগল একাউন্ট তৈরি করতে পারবেন।
গুগল/জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম
অনেক সময় অব্যবহারিত বা অপ্রয়োজনীয় gmail একাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে জিমেইল একাউন্ট ডিলিট করবেন।
- ব্রাউজার ওপেন করে এই লিংকে প্রবেশ করুন
- গুগল একাউন্ট এ লগইন করা না থাকলে লগইন করুন
- এরপর Delete your account এ ক্লিক করুন
- স্ক্রিনে দেখানো চেকবক্সে মার্ক করে দিন
- এরপর Delete account এ ক্লিক করুন
একাউন্ট ডিলিট করার পর আপনার সকল তথ্য সম্পূর্ণ মুছে ফেলা হবে। একবার একাউন্ট ডিলিট করা হলে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। তাই একাউন্ট ডিলিট করার আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার একাউন্ট প্রয়োজন নয়।