Min menu

Pages

ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে করণীয়

 ফোন গরম হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু ফোন অতিরিক্ত গরম হওয়া চিন্তার বিষয়। এই পোস্টে ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ সমূহ সম্পর্কে জানবেন। এবং ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে করনীয় কি সে সম্পর্কে জানবেন।

ফোন গরম হওয়ার কারণ সমূহ 

ফোন গরম হওয়া নির্ভর করে এর ব্যবহার এবং পারিপার্শ্বিক পরিবেশ তাপমাত্রার উপর। অতিরিক্ত গরম হওয়ার ফলে স্বাভাবিকের ফোনে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ব্যাটারি ড্রেইন হওয়া, স্লো হওয়া, ফোর্স শাটডাউন, ইত্যাদি সমস্যা হতে পারে। এছাড়াও অতিরিক্ত গরমের ফলে ফোনের মাদারবোর্ড ও সিপিইউ এ সমস্যা হতে পারে।

এছাড়াও অতিরিক্ত হিটাং এর কারণ ফোনের ব্যাটারির আয়ু কমে যায়। এবং ব্যাটারি আর প্রথমের ন্যায় বেকআপ দিতে পারে না।

যদি আপনি ফোনের ব্যাকগ্রাউন্ডে অসংখ্য অ্যাপ ফেলে রাখেন, তখন ওই সকল অ্যাপ এর কারণে ফোন অতিরিক্ত গরম হতে পারে। এছাড়াও সরাসরি সূর্যের আলো নিচে থাকলে বা ব্যবহার করলে ফোন গরম হয় এবং এটা খুব দ্রুত হয়।

এছাড়াও দীর্ঘ সময় ধরে হেভি ইউজ করলে বা গেমিং করলে ফোন অতিরিক্ত গরম হওয়া। আবার ফোনের চার্জ 100% হওয়ার পরও যদি চার্জে লাগিয়ে রাখা হয় তাহলে ফোন গরম হওয়া যায় এতে ফোন এবং ব্যাটারির সমস্যা হতে পারে।

উপরে উল্লেখিত কারন ছাড়াও আরো নানা কারণে ফোন অতিরিক্ত গরম হতে পারে। এবার জেনে নেওয়া যাক কিভাবে ফোন অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। 



ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পেতে করণীয় 

ফোন অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য একাধিক উপায় অবলম্বন করতে পারেন। যদি ফোন অতিরিক্ত গরম হওয়া সমস্যা নাও থাকে তাহলেও এই রকম বিষয় জেনে রাখা ভালো।

স্ক্রিন ব্রাইটনেস অপটিমাইজ করা 

যদিও বর্তমানে স্ক্রিন ব্রাইটনেস স্মাটফোনের সেলিং ফিচার হিসাবে বিবেচিত হয়, তবুও সব সময় ফোনের স্ক্রিন ব্রাইটনেস ফুল রাখা উচিত নয়। স্ক্রিন ব্রাইটনেস ফুল করা থাকলে অল্প ব্যবহারে দ্রুত গরম হয়ে যায়। এছাড়াও দ্রুত চার্জ শেষ হয়ে যায়।

অপ্রয়োজনে ফোনের ব্রাইটনেস ফুল রাখবেন না। যদি দীর্ঘক্ষণ পাওয়ার বেকআপ সহ ফোন অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা করতে ম্যানুয়ালি ব্রাইটনেস সেট করুন। আর যদি ম্যানুয়ালি করাটা ঝামেলা মনে হয় তাহলে “Auto Brightness” ফিচারটি ব্যবহার করতে পারেন। তবে এতে পাওয়া বেকআপ তেমন নাও পেতে পারেন।

অব্যবহৃত অ্যাপ ক্লোজ বা আনইন্সটল করা 

ফোন যদি ব্যবহার না করা অবস্থায়ও গরম হয়, তাহলে বুঝতে হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড প্রসেস, স্পাই অ্যাপ, হেভি ব্যান্ডউইথ ইউসেজ, ইত্যাদি কোন সমস্যা রয়েছে। তবে ব্যবহারের পর বা অব্যবহৃত অ্যাপ টাস্ক ম্যানেজার থেকে ক্লিয়ার করে দিয়ে এই সমস্যা সমাধান করতে পারেন।

এছাড়াও অব্যবহৃত অ্যাপ এবং আনসিকিউরড অ্যাপ ফোনে অনেকটা র‍্যাম দক্ষল করে থাকে, যার ফলে স্বাভাবিক ব্যবহারে ফোন গরম হয়ে যায়। তাই অব্যবহৃত অ্যাপ গুলো uninstall বা টাস্ক ম্যানেজার থেকে ক্লিয়ার করলে ফোন গরম হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন।

হেভি গেমিং কমানো

 বর্তমানে ফোন কেনার পেছনে গেমিং একটা বড় ভূমিকা পালন করে। গেমিং কে কেন্দ্র করে বর্তমানে বিশেষ গেমিং ফিচার যুক্ত ফোনও রয়েছে বাজারে। তবে দীর্ঘক্ষণ pubg, Free fire ইত্যাদি গেমস খেললে ফোন গরম হওয়াটা স্বাভাবিক।


গেমিং এর সময় সিপিইউ এবং জিপিইউ দুইটা কাজ করে, এছাড়াও দীর্ঘক্ষণ ডিসপ্লে অন থাকে সেক্ষেত্রে ফোন গরম হবেই। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দীর্ঘক্ষণ গেমিং এর ফলে ফোন যাতে মাত্রা অতিরিক্ত গরম না হয়।

এজন্য দীর্ঘক্ষণ গেমিং এ কিছু সময় বিরতি দেওয়া এবং আপনার ফোনের জন্য গেমস গুলোর গ্ৰাফিক্স ও অন্যান্য সেটিং গুলো এমন ভাবে সেট করা যাতে দীর্ঘক্ষণ গেমিং এ আপনাকে বিশেষ সুবিধা প্রদান করতে পারে। আর র্চাজে লাগিয়ে গেমিং থেকে বিরত থাকুন। তাহলেই ফোন অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন। 

ঠিকভাবে ফোন চার্জ করা 

চার্জে থাকা অবস্থায় ফোন হালকা গরম হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে র্চাজে থাকা অবস্থায় ফোন অধিকার পরিমাণ গরম হলে বুঝে নিতে হবে কোথায় সমস্যা আছে।


ফোন চার্জ দেওয়ার জন্য ফোনের বক্সের থাকা চার্জার ব্যবহার করুন আর সেটা না থাকলে বা হারিয়ে ফেললে ব্র‍্যান্ডেড চার্জার ব্যবহার করুন। চার্জ দেওয়ার সময় একটি মসৃণ, দৃঢ় পৃষ্ঠে রেখে আপনার ফোন চার্জ করুন৷ আমরা বেশিরভাগ মানুষই বিছানায় রেখে ফোন চার্জ দেই এক্ষেত্রে ফোন চার্জে সময় সম্মান গরম হয় সেই তাপ বের হতে বাধা সৃষ্টি হয়।

ফোন চার্জে লাগিয়ে হেভি ইউজ যেমন: গেমিং বা ইডিটিং ইত্যাদি করা উচিত নয়। 

অ্যাপস আপডেট করা 

যদি কোন কারন ছাড়াই ফোন গরম হয়ে যায় তাহলে আপনার ফোনে ইনস্টল করা অ্যাপগুলি দেখুন। অনেক সময় বাগ যুক্ত অ্যাপ ফোন গরম হওয়া কারন হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য অ্যাপগুলি নিয়মিত আপডেট করুন। এছাড়াও সর্বোত্তম ডিভাইস কর্মক্ষমতা এবং নিরাপত্তার জন্য আপনার ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখুন। 

সরাসরি সূর্যের আলো ও উচ্চ তাপমাত্রা এড়িয়ে চলা 

সরাসরি সূর্যের আলোর নিচে ছবি ,ভিডিও বা সাধারন কোন ব্যবহারে ফোন অতিরিক্ত গরম হওয়া যায় এটা আমরা সবাই কমবেশি খেয়াল করছি। যদি সূর্যের আলো ব্যবহারের ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে ফোন ব্যবহার হতে বিরত থাকুন, এবং এটা একটা ছায়া বা পকেটে রেখে তাপমাত্রা স্বাভাবিক করে নিন।


এছাড়াও জানালার পাশে যেখানে রোদ পড়ে সেই সকল স্থানে রেখে ফোন চার্জ বা ফেলে রাখবেন না। চার্জ বা রাখার জন্য ছায়া যুক্ত ঠান্ডা স্থান নির্বাচন করুন।

এই পোস্টে ফোন অতিরিক্ত গরম হওয়া কারন সহ এর সমাধানও বলা হয়েছে। যদি এইসকল সমস্যার সমাধান অনুসরণ করার পরও আপনার ফোন অতিরিক্ত গরম হওয়া, তবে আপনি দ্রুত আপনার ফোনের সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।

Comments