নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী ও রাষ্ট্রে নায়ক। ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এম্ভেজে গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষা নিজ গ্ৰামে স্কুল থেকে শেষ করে এবং মাধ্যমিক শিক্ষার জন্য মেথডিস্ট প্রতিষ্ঠান, ক্লার্কবারি বোর্ডিং আর হিল্ডটাউনে কাটান ছিলেন তিনি। উচ্চ শিক্ষার জন্য নেলসন ম্যান্ডেলা ১৯৩৯ সালে ফোর্ট হেয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় তার সাথে পরিচয় হয় ভর্তি বন্ধু ও বাণিজ্য সহযোগী অলিভার টেম্বোর সঙ্গে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করার জন্য দুইজনকেই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয় হয়। পুনরায় তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন এবং পড়া শেষ তিন আইনজীবী হিসাবে জীবন শুরু করেন।
এই সময় ১৯৫২ সালে তিনি বর্ণবাদী আইনের বিরুদ্ধে প্রতিবাদে জড়িয়ে পড়ে। পরবর্তী তে বন্ধু অলিভার টেম্বোরকে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আইন পরামর্শ কেন্দ্র খোলেন। তার উদ্দেশ্য ছিল বর্ণবাদীদের শিকার মানুষকে আইনি সহায়তা দেওয়া। এর সাথে তিনি মানুষদের বর্ণবাদী আইনের বিরুদ্ধে উজ্জীবিত করতে উৎসাহিত করছিলেন।
এর ফলে নেলসন ম্যান্ডেলা সহ আরও ১৫৫ জন আন্দোলনকারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয় এবং ডিসেম্বর ৫, ১৯৫৬তে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১৯৬১ সালে তিনি মুক্তি পান। পুনরায় ১৯৬২ সালের ৫ আগষ্ট বেআইনিভাবে দেশ ছাড়া ও ১৯৬১ এর শ্রমিক অসন্তোষ উস্কে দেবার অভিযোগে গ্রেফতার হন। ম্যান্ডেলা ও তাঁর সঙ্গীদের রিভোনিয়া ট্রায়ালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবনের ১৮ বছর কেটেছে রবেন জেলে। এরপর ফেব্রুয়ারি ১১, ১৯৯০ সালে তাঁর নির্দেশে জেল থেকে ছাড়া পান ম্যান্ডেলা। পরবর্তীতে ১০ মে ১৯৯৪ দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বরের ২০১৩ ফিরে ফিরে আসা ফুসফুসের সংক্রমণে শেষনিশ্বাস ত্যাগ করেন।
নেলসন ম্যান্ডেলা তার এই জীবনে তিনি আমাদের জন্য রেখে গেছেন অনেক উক্তি ও মন্তব্য যা আমাদের জীবনে পরিবর্তন ও নতুন দিক দেখাতে সহায়তা করবে।
এই পোস্টে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত উক্তি গুলো তুলে ধরা হলো।